সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: সীমিত পরিকাঠামো নিয়ে জটিল অস্ত্রোপচার করলেন পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক। ক্যান্সার-আক্রান্ত পিত্তথলি (গলব্লাডার) অস্ত্রোপচার করে এক প্রৌঢ়ার প্রাণ বাঁচালেন। মহিলা এখন পর্যবেক্ষণে রয়েছেন। কয়েকদিন আগে পুরুলিয়া এক নম্বর ব্লকের ভুল গ্রামের শকুন্তলা পাণ্ডে নামে এক মহিলা পেটে ব্যথার চিকিৎসা করাতে আউটডোরে যান। সেখানে চিকিৎসক ডাঃ পবন মণ্ডল তাঁকে কয়েকটি পরীক্ষা করাতে বলেন।
আরও পড়ুন-ডুবন্ত মানুষকে উদ্ধারে নামবে পুলিশের ড্রোন
পরীক্ষায় দেখা যায় গলব্লাডারে টিউমার এবং তা ক্যানসারে পরিণত হয়েছে। পরীক্ষায় দেখা যায়, মহিলা উচ্চ রক্তচাপে ভুগছেন। আশু অপারেশন না করলে ক্যান্সার ছড়িয়ে পড়বে। ডাঃ পবন মণ্ডল ও ডাঃ সোমনাথ বিশ্বাস ঝুঁকি নিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেন। মহিলার ছেলে চিত্তরঞ্জন পাণ্ডে সব শুনে ঝুঁকিপূর্ণ অপারেশনে সম্মতি দেন। এরপর টিউমারটি ল্যাপারোস্কোপিক অপারেশনের মাধ্যমে বাদ দেন চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, তিন ঘণ্টা ধরে অপারেশন হয়েছে। ওঁদের সঙ্গে ছিলেন অ্যানাস্থেসিস্ট অনমিত্র মণ্ডল ও সোমঋতা পাল। ছিলেন চারজন নার্স।
আরও পড়ুন-শিক্ষা কমিশন গড়তে নতুন আইন করা হবে
হাসপাতালের সহকারী অধ্যক্ষ সুকমল বিষয়ী বলেছেন, পুরুলিয়ায় এমন জটিল অপারেশন এই প্রথম। একে ল্যাপারোস্কোপি এক্সটেন্ডেন্ট কোলোসিস্টেকটমি বলে। এমন ঝুঁকিপূর্ণ অপারেশন করার জন্য চিকিৎসকদের অভিনন্দন জানান তিনি। রোগিণী বলেন, নতুন জীবন পেলাম।