আলুতে রঙ করা ঠেকাতে অভিযান

সোমবার বিকেলে ও মঙ্গলবার সকাল থেকেই হুগলির গ্রামীণে সিঙ্গুর, হরিপাল, নালিকুল, তারকেশ্বর-সহ বিভিন্ন আলুর গুদামে অভিযান চালায়।

Must read

সংবাদদাতা, হুগলি : হুগলির জেলার বিভিন্ন জায়গার হিমঘর, আলু-সংগ্রহকারীদের জায়গায় পুলিশি (police) অভিযান। যেসব ব্যবসায়ী রঙ মিশিয়ে আলুর ব্যবসা করেন, তাঁদের রঙ মেশাতে নিষেধ করছে। অভিযানের উদ্দেশ্য, আলুতে রঙ মেশানো ঠেকানো। এই রঙ মেশানো আলু খেয়ে মানুষের পেটের রোগ দেখা দিচ্ছে বলে অভিযোগ। তার জন্যই হুগলি জেলার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হল।

আরও পড়ুন-পিত্তথলির ক্যান্সারে জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল প্রৌঢ়ার

সোমবার বিকেলে ও মঙ্গলবার সকাল থেকেই হুগলির গ্রামীণে সিঙ্গুর, হরিপাল, নালিকুল, তারকেশ্বর-সহ বিভিন্ন আলুর গুদামে অভিযান চালায়। আলুর ব্যবসায়ীরা পুলিশি জুলুম বন্ধের দাবি তোলেন। বলেন, জেলা আলু-ব্যবসায়ীদের নিয়ে জেলার গ্রামীণ পুলিশ সুপারের কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হবে।

Latest article