প্রতিবেদন : উন্নতি হওয়া তো দূরের কথা বরং অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩৪টি বন্যা কবলিত হয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের প্রায় ৪৭ লক্ষ ৭৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ লাখ ৩৫ হাজার মানুষকে।
আরও পড়ুন-এনডিএ-র পদপ্রার্থী দ্রৌপদী
শেষ ২৪ ঘন্টায় রাজ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারও ব্রহ্মপুত্র, বেকি, পাগলাদিয়া পুথিমারি, কপিলি-সহ বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিনই মৌসম ভবন জানিয়েছে, গুয়াহাটি ও সংলগ্ন অঞ্চলে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টিপাত হবে। যে কারণে গুয়াহাটি ও সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে লাল সর্তকতা। বন্যায় গৃহহীন মানুষের জন্য খোলা হয়েছে ৮০০-রও বেশি ত্রাণশিবির। সেখানে থাকা অনেকেই অভিযোগ করেছেন, খাবার, পানীয় ও প্রয়োজনীয় ওষুধপত্র মিলছে না।
আরও পড়ুন-সরেজমিনে ডেপুটি মেয়র, চালু জরুরি নম্বর, চলছে কাজ
মিলছে না শিশুদের জন্য প্রয়োজনীয় দুধও। প্রশাসনের দাবি, বন্যাকবলিত মানুষকে তারা যথাসম্ভব দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হওয়ায় ত্রাণ পৌঁছতে পারছে না। যদিও অনেকেই মনে করছেন, বিজেপি সরকার তাদের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই প্রতিকূল পরিবেশের অজুহাত দিচ্ছে।