সরেজমিনে ডেপুটি মেয়র, চালু জরুরি নম্বর, চলছে কাজ

শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুরনিগমের বিপর্যয় মোকাবিলা টিম-সহ প্রধান কার্যালয়ে সর্বক্ষণ রয়েছেন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : টানা পাঁচ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহর। বাসিন্দাদের পরিষেবা দিতে রাতেও খোলা পুরসভা। থাকলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ অন্য মেয়র পরিষদরা। মাঝরাতে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের খবর নিলেন রঞ্জন সরকার ও শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

আরও পড়ুন-রক্তদান জীবন দান

যেকোনও সমস্যায় যাতে এলাকার বাসিন্দারা যোগাযোগ করতে পারেন তার জন্য দেওয়া হয়েছে ফোন নম্বরও। ৭৫৫৭০-৩৫১৯৪ এই নম্বরে ফোন করলেই পুরসভার কর্মীরা পৌঁছে যাচ্ছেন এলাকায়। সোমবার রেকর্ড বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ অন্যান্য মেয়র পরিষদ জলমগ্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রচুর মানুষের বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে কর্পোরেশন থেকে দানের ব্যবস্থা করা হয়। জল দাঁড়িয়ে যায় মহানন্দা পার্শ্ববর্তী ১, ৪, ৪৫ নম্বর ওয়ার্ডে। ২০, ১৩, ১৪, ১৫, ১৮, ১৭, ১১, ৩১, ৩৪, ৪০, ৪১ নম্বর ওয়ার্ড-সহ শহরের সর্বত্র জল দাঁড়িয়ে যায়। মুষলধারায় ৫ ঘণ্টার বৃষ্টিতে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন-ছাত্র-যুবদের ঢল ভোট ভাগ নয়

শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুরনিগমের বিপর্যয় মোকাবিলা টিম-সহ প্রধান কার্যালয়ে সর্বক্ষণ রয়েছেন। জরুরি পরিস্থিতি মাথায় রেখে মজুত রাখা হয়েছে শুকনো খাবার, পলিথিন। পুরনিগমও প্রস্তুত রয়েছে।

Latest article