জলমগ্ন ত্রিপুরা, পরিস্থিতি ক্রমশ অসহায়তার দিকে যাচ্ছে, পাশে নেই কোন নেতা

অসম, মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরাতেও বন্যায় ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যেই ভারী বর্ষণের জেরে সতর্কতা জারি করেছে সরকার।

Must read

টানা বৃষ্টির ফলে জলমগ্ন গোটা ত্রিপুরা। অসম, মেঘালয়ের পাশাপাশি ত্রিপুরাতেও বন্যায় ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যেই ভারী বর্ষণের জেরে সতর্কতা জারি করেছে সরকার।

এই ভয়াবহ পরিস্থিতিতে প্লাবিত হয়েছে বেশ কিছু জেলা। বর্তমানে প্রায় ৫ হাজারেরও বেশি বাসিন্দারা আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। প্রতিদিনের এই লাগাতার বৃষ্টিতে নাজেহাল ত্রিপুরাবাসী। জলমগ্ন হয়ে রয়েছে গোটা আগরতলা। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দুই দিন পরই আগরতলা সহ চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই এই বন্যা পরস্থিতির ফলে ব্যহত হচ্ছে প্রচার।

আরও পড়ুন-বাজপেয়ী জমানার মন্ত্রী থেকে বহু দায়িত্বে

এই অবস্থায় আসামের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে কিছু ছবি সাধারণের চোখের সামনে তুলে ধরা হয়েছে এবং কিভাবে ত্রিপুরার নগ্নতা অল্প বর্ষণে সকলের চোখের সামনে এসে গেল সেই কথাও বলা হয়েছে। টুইটারে সেই ছবি শেয়ার করে জানান হয়েছে বিশুদ্ধ পানীয় জল নেই। সংকট নিরসনে কার্যকর ব্যবস্থাপনা নেই। জনগণের দুর্ভোগের পরোয়া নেই। জনগণের পাশে দাঁড়ানো কোনো নেতার দেখা নেই। এমনকি হিমন্ত বিশ্বাসের দিকেও আঙ্গুল তোলা হয়েছে।

 

Latest article