দেশের মধ্যে এগিয়ে বাংলা

উন্নতমানের বীজ, সার, আধুনিক যন্ত্রপাতি, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলার বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ানো হয়েছে। জমির উর্বরতা বেড়েছে।

Must read

প্রতিবেদন : খাদ্যশস্য উৎপাদনে দেশের বাকি রাজ্যগুলির থেকে বাংলা অনেক এগিয়ে। চাল, গম, ভুট্টা সহ একাধিক শস্য উৎপাদনে গত ১০ বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে এই রাজ্য। বুধবার বিধানসভায় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পর কৃষিক্ষত্রে উল্লেখযোগ্য কাজ করেছে।

আরও পড়ুন-মুসলমান থেকে গণআন্দোলন সবকিছুই গুঁড়িয়ে দিতে বুলডোজার চালাচ্ছেন মোদি

উন্নতমানের বীজ, সার, আধুনিক যন্ত্রপাতি, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলার বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ানো হয়েছে। জমির উর্বরতা বেড়েছে। এদিন বিধানসভায় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যে তথ্য পেশ করছেন তাতে দেখা যাচ্ছে, বার্ষিক শস্য উৎপাদনের ক্ষেত্রে যাকে শস্য বিপ্লবের রাজ্য বলা হয়, সেই পাঞ্জাব, উত্তরপ্রদেশের থেকেও এগিয়ে রয়েছে বাংলা। ২০১০-১১ থেকে ২০২১-২২ আর্থিক বছর পর্যন্ত বাংলার প্রোডাকশন গ্রোথ রেট যেখানে ২.৮১৩, সেখানে বাকিরা কয়েক যোজন পিছনে পড়ে রয়েছে।

Latest article