বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: পর্যটন শিল্পে গতি আনতে শুরু হতে চলেছে নতুন জঙ্গল সাফারি (Jungle Safari)। এর জন্য খুলছে লাটাগুড়ি থেকে রামসাই যাওয়ার রাস্তা। ওই রাস্তাটি পর্যটকদের ভীষণ পছন্দের। আগে লাটাগুড়ি থেকে রামসাই বা রামসাই থেকে লাটাগুড়ি যাওয়ার জন্য পর্যটকদের জন্য জঙ্গলের গা ঘেঁষে যাওয়া রাস্তা খোলা ছিল। ওই পথেই দেখা মিলত হাতি, বাইসন, গন্ডার বা হরিণের। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে ২০০০ সালে ওই রাস্তার ব্যবহার পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ফের পর্যটকদের জন্য ওই রাস্তাটি খুলে (Jungle Safari) দেওয়া হতে পারে। এর জন্য অনেক আগেই প্রস্তাব পাঠানো হয়েছিল বন দফতরের শীর্ষ কর্তাদের কাছে৷ তাঁরা বিষয়টি বিবেচনা করে ফের ওই রাস্তা খোলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পর্যটকরা তাঁদের নিজের গাড়ি নিয়ে ওই রাস্তায় চলাচল করতে পারবেন না। বন দফতরের নির্ধারিত গাড়িতে চেপে যেতে হবে। চলতি সপ্তাহে এই বিষয় নিয়ে বৈঠক হবে। রাজ্য বন দফতরের প্রধান মুখ্য বনপাল জে টি ম্যাথু জানিয়েছেন, বৈঠকের পরই জানা যাবে পর্যটকদের পছন্দের ওই জঙ্গল পথ কবে থেকে খুলছে।
আরও পড়ুন: শহিদ দিবসে যোগ দেওয়ার প্রস্তুতি চা-মহল্লায়