পনেরো বছর! সতীর্থদের ধন্যবাদ জানালেন রোহিত

Must read

লেস্টার : দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো বছর কাটিয়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০০৭ সালে ২৩ জুন, বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছিলেন রোহিত (Rohit Sharma)। এরপর দেশের হয়ে ২৩০টি একদিনের ম্যাচে খেলে ফেলেছেন। রান করেছেন ৯,২৮৩, সেঞ্চুরি ২৯টি। ভারতের হয়ে ৪৫টি টেস্ট এবং ১২৫টি টি-২০ ম্যাচও খেলেছেন।রান করেছেন যথাক্রমে ৩,১৩৭ ও ৩,৩১৩। সেঞ্চুরি ৮ ও ৪টি।

আরও পড়ুন: চা-শ্রমিকদের জয়ধ্বনি, মন্ত্রীকে অভ্যর্থনা, উন্নয়নই জয় আনবে তৃণমূলের

এমন দিনে আবেগে ভেসে গিয়েছেন রোহিতও। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য খোলা চিঠি লিখেছেন ভারত অধিনায়ক। তিনি লিখেছেন, ‘আজ আন্তর্জাতিক ক্রিকেটে আমার ১৫ বছর পূর্ণ হল। কী অসাধারণ একটা সফর। যা আজীবন আমি মনে রাখব।’ রোহিত আরও লিখেছেন, ‘এই বিশেষ সফরে যাঁরা আমার সঙ্গী ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে, সেই মানুষদের আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা সাহায্য না করলে আজ আমি ক্রিকেটার হিসেবে এই জায়গায় পৌঁছতে পারতাম না।’

Latest article