প্রতিবেদন : উন্নতি তো দূর অস্ত বরং অসমের বন্যা পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে বন্যার বলি হয়েছেন আরও ১০ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৭। মৃতদের মধ্যে চারটি শিশু। ব্রহ্মপুত্র, তিস্তা বরাক সহ একাধিক নদী ও তাদের উপনদীর জল বাড়ছে। বরপেটা, কাছাড়, করিমগঞ্জ, রঙ্গিয়ার বন্যা পরিস্থিতির যথেষ্টই ভয়াবহ। শিলচরের বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ। দক্ষিণ অসম ও বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।
আরও পড়ুন-রাজ্যপালকে তীব্র কটাক্ষ
ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৫৫ লক্ষ মানুষ বন্যাকবলিত হয়েছেন। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় তিন লাখ মানুষ। প্রতিটি জায়গা থেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে। জলবন্দি মানুষের অভিযোগ, তাঁরা খাদ্য, পানীয় বা ওষুধ কিছুই পাচ্ছেন না। শিশুদের জন্য মিলছে না দুধ। বন্যার কারণে বিভিন্ন রাস্তাঘাট ভেসে গিয়েছে। ২০ টি সেতু ও দুটি বাঁধের বড় রকমের ক্ষতি হয়েছে। প্রশাসনের তরফে সেগুলি মেরামত করার এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। গত কয়েকদিনের তুলনায় শুক্রবার কিছুটা হলেও কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। তবে এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এরই মধ্যে এদিন এক ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে অসমে। রাজ্যের পরিবহণমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিন এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে নিজেই নৌকা বেয়ে হাসপাতালে পৌঁছে দেন।