ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Masterplan) রূপায়ণে কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক অনুমোদন পাওয়া গিয়েছে। এই প্রকল্প রূপায়ণে মোট যত টাকা খরচ হবে তার হারে অনুমোদন মিলেছে। ফি বছর একটু বৃষ্টিতেই ভেসে যায় ঘাটাল। মাস্টারপ্ল্যান বাস্তাবারায়িত করতে বহুবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও। এবার ঘাটাল মাস্টারপ্ল্যানে অনুমোদন দিল কেন্দ্র।
ঘাটাল মাস্টারপ্ল্যান (Ghatal Masterplan) রূপায়নে কেন্দ্রের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবে রাজি রাজ্য। “ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম” (Flood Management and Border Area Program) প্রকল্পে কেন্দ্র ৬০ শতাংশ ও রাজ্য ৪০ শতাংশ টাকা দেবে।
আরও পড়ুন: হামলা রুখতে মার্কিন সেনেটে পাশ হল বন্দুক নিয়ন্ত্রণ বিল
ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়নে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর ফের তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। প্রকল্প রূপায়ণে প্রায় ১২০০ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের নতুন রূপরেখা রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা খরচ করে ফেলেছে রাজ্য।
গত বছর ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় ঘাটাল থেকেই তিনি জানিয়েছিলেন কেন্দ্রের কাছে রাজ্যের প্রতিনিধিদল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পাঠাবেন। সেই মতো, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এবং নীতি আয়োগে যান রাজ্যের প্রতিনিধিরা। কেন্দ্রের তরফে ‘ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া’র অধীনে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে।