হামলা রুখতে মার্কিন সেনেটে পাশ হল বন্দুক নিয়ন্ত্রণ বিল

১৪ মে বাফেলোর একটি সুপার মার্কেটে বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যু হয়। ২৫ মে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ের হামলায় ২১ জনের মৃত্যু হয়

Must read

প্রতিবেদন : সম্প্রতি আমেরিকায় উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুকবাজের হামলা। চলতি বছরের মে মাস পর্যন্ত সে দেশের বিভিন্ন প্রান্তে ১৯৯টি হামলার ঘটনা ঘটে। বাফেলোর সুপার মার্কেট, টেক্সাসে ছোটদের স্কুল, উইসকনসিনে কবরস্থান থেকে শুরু করে, নিউ ইয়র্কের রেল স্টেশন, এমনকী, ওয়াশিংটন ডিসির মিউজিক কনসার্ট, সর্বত্রই ছিল বন্দুকবাজদের অবাধ গতিবিধি। একের পর এক এধরনের হামলার জন্য দেশের চলতি আইনকে দায়ী করেন দেশবাসী।

আরও পড়ুন-কাগজ কিনতে পারছে না পাকিস্তান, বন্ধ বই ছাপানো

শেষ পর্যন্ত এ ধরনের হামলা ঠেকাতে মার্কিন সেনেটে পাশ হয়ে গেল বহু আলোচিত ঐতিহাসিক বন্দুক নিয়ন্ত্রণ বিল। কিছুদিন আগেও এ ধরনের একটি বিল পাশ করানোর কথা ছিল কল্পনাতীত। তবে সেনেটে পাশ হলেও এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের চূড়ান্ত সম্মতি পাওয়া দরকার। ওয়াকিবহাল মনে করছে, চলতি পরিস্থিতিতে হাউসের সম্মতি পেতে অসুবিধা হবে না।
আমেরিকার বর্তমান আইন অনুযায়ী ১৮ বছর বয়স হলে যে কোনও মানুষই বন্দুক কিনতে পারেন। এই নিয়মের বদলের জন্য গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রবল বিক্ষোভ দেখাচ্ছিলেন মানুষ। তবে এত সহজেই যে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশ হয়ে যাবে সেটা কেউই ভাবেনি। কারণ রাজনৈতিক মহলে অনেকেই আশঙ্কা করেছিলেন, রিপাবলিকানরা এই বিলের বিরোধিতা করবে। টেক্সাসের স্কুল, বাফেলোর সুপার মার্কেট ও ওয়াশিংটনে বন্দুকবাজের হামলার পর জো বাইডেন প্রশাসনের উপরেও ক্রমশ চাপ বেড়েছে। সাধারণ মানুষ সকলেই এ ধরনের আইন নিয়ন্ত্রণের দাবি জানাতে থাকেন।

আরও পড়ুন-বাড়ছে দৈনিক সংক্রমণ, আশঙ্কা চতুর্থ ঢেউয়ের

শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। শেষ পর্যন্ত ওই আলোচনার ফলেই সেনেটে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাশ হয়ে গিয়েছে। এই বিলের পক্ষে ৬৫ এবং বিপক্ষে ৩৩টি ভোট পড়েছে। এবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সম্মতি পেলে ওই বিলে সই করবেন প্রেসিডেন্ট বাইডেন। প্রেসিডেন্টের সই হলেই বিলটি আইনে পরিণত হবে। উল্লেখ্য, ১৪ মে বাফেলোর একটি সুপার মার্কেটে বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যু হয়। ২৫ মে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ের হামলায় ২১ জনের মৃত্যু হয়।

Latest article