প্রতিবেদন : রাজ্য সরকারের যাবতীয় নাগরিক পরিষেবার সুযোগ এক ছাতার তলায় নিয়ে আসতে একটি অভিন্ন পোর্টাল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই পোর্টালের (Portal) মাধ্যমে ২০টি নাগরিক পরিষেবার জন্য আবেদন করা যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মূলত, যেসব পরিষেবা কমবেশি প্রত্যেক রাজ্যবাসীর প্রয়োজন হয়, সেগুলিকে অগ্রাধিকার দিয়ে এই পোর্টালের আওতায় আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই পোর্টালটির নামকরণ করবেন। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, জাতিগত শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট ও বিল্ডিং প্ল্যানের অনুমোদন সহ মোট ২০টি পরিষেবার জন্য একটি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পরে ওই পোর্টাল থেকেই শংসাপত্র বা কোনও অনুমোদনের ছাড়পত্র ডাউনলোড করে নেওয়া যাবে। পরবর্তী সময়ে পোর্টালের মাধ্যমে পরিষেবার সংখ্যা বাড়ানো হবে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিও এই পোর্টালের আওতায় আনা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই পোর্টালটি (Portal) তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরকে। এই পোর্টাল চালু হয়ে গেলে সাধারণ মানুষ এসব কাজে স্বনির্ভর হয়ে উঠবে। আর যাঁরা অনলাইন পরিষেবা নিতে অনভিজ্ঞ, তাঁদের জন্য পোর্টালকে বাংলা সহায়তা কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত করা হবে। দুয়ারে সরকার যেমন চলছে সেটা চলবে। তার সঙ্গে এই নতুন পোর্টালে মানুষকে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। সূত্রের খবর, ‘ইজ অব ডুইং বিজনেস’ (ইওডিবি) নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই এই নতুন পোর্টাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দু’মাসের মধ্যে পোর্টালটি প্রস্তুত করে ফেলা হবে।
আরও পড়ুন: রূপদর্শী গৌরকিশোর শতবর্ষেও আপসহীন