পুরুলিয়া : ঝালদা পুরসভার ২ নং ওয়ার্ডের উপনির্বাচন শান্তিপূর্ণ ভোটের নজির হয়ে রইল। ভোট পড়েছে ৮০.৮৬ শতাংশ। জয়–পরাজয় নিয়ে কোনও চর্চা নেই। কোনও অশান্তি হয়নি, একটিও আভিযোগ ওঠেনি। উল্টে দুপুরে তিন যুযুধান প্রার্থী— তৃণমূলের জগন্নাথ রজক, কংগ্রেসের মিঠুন কান্দু এবং বিজেপির পরেশচন্দ্র দাসকে একসঙ্গে এক টেবিলে বসে খাবার খেতে দেখা গেল। নগরবাসীর দাবি, দেশকে নতুন বার্তা দিল ঝালদা। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ায় এদিন উপনির্বাচন ছিল।
আরও পড়ুন-‘গণতন্ত্রে গণদেবতাই আসল’, ত্রিপুরার মানুষের পাশে দাঁড়ানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কংগ্রেস তৃণমূলকে দায়ী করেছিল। তাদের দাবিতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই চার্জশিটে জানিয়ে দেয়, পারিবারিক কারণে খুন। ঝালদার মানুষ কখনও বিশ্বাস করেনি এ কাজ তৃণমূলের। জনমন আঁচ করেই এদিন কোনও কংগ্রেস নেতা সে ঘটনা নিয়ে উচ্চবাচ্য করেননি। একটি বুথে দাঁড়িয়ে জগন্নাথ বলেন, ‘‘ঝালদার মানুষ কিন্তু কংগ্রেসকে নৈতিকভাবে হারিয়ে দিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে তাই ইস্যু খুঁজে পায়নি ওরা।’’ পুরপ্রধান সুরেশ আগরওয়াল শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য দু’নম্বর ওয়ার্ডের সকলকে অভিনন্দন জানিয়েছেন।