বিরোধী দলনেতাকে গ্রেফতার দাবি কাঁথিতে

কাঁথির তৃপ্তি সিনেমার কাছে সারদার বহুতল নির্মাণের কাজ শুরু থেকে সুদীপ্তর পালানোর পর প্রতারিত জনতার লুটপাটের কথা সবার জানা।

Must read

প্রতিবেদন : সারদাকর্তা সুদীপ্ত সেনের বিস্ফোরক বয়ানের পর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি উঠল তাঁরই একদা খাসতালুকে। কাঁথির তৃপ্তি সিনেমার কাছে সারদার বহুতল নির্মাণের কাজ শুরু থেকে সুদীপ্তর পালানোর পর প্রতারিত জনতার লুটপাটের কথা সবার জানা।

আরও পড়ুন-ভোট পড়ল ৮০.৮৬% শান্তিপূর্ণ ভোটের নজির ঝালদা উপনির্বাচন

সুদীপ্ত দুটি চিঠি পাঠিয়েছেন আদালতকে। একটি গত বছর, একটি দিনকয়েক আগে। তাতে জানিয়েছেন, ড্রাফটে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন শুভেন্দুকে, নগদে কোটি কোটি। কখনও নিয়েছেন সেবি সামলে দেবেন বলে, কখনও কাঁথিতে বহুতল করতে। এবার সুদীপ্ত জানিয়েছেন, কাঁথিতে জমির জন্য, আর প্ল্যান অনুমোদনের জন্য শুভেন্দুকে টাকা দিতেন। এ প্রসঙ্গে কাঁথি পুরসভার উপপ্রধান তথা যুব তৃণমূল জেলা সভাপতি সুপ্রকাশ গিরির দাবি, ‘‘অবিলম্বে সিবিআই কাঁথিতে এসে তদন্ত করুক। শুভেন্দুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। কাঁথি পুরসভা সিবিআইকে সমস্তরকম সহযোগিতা করবে। এরপরেও সিবিআই শুভেন্দুকে না ডাকলে প্রমাণিত হয়ে যাবে সিবিআই নিরপেক্ষ নয়।’’

Latest article