লক্ষ্য একুশে জুলাই, বিরোধী দলনেতার বাড়ির সামনে লিখন

রাজ্যের বিরোধী দলনেতার বাড়ি ‘শান্তিকুঞ্জ’–‌র সামনে দেওয়ালে লিখে দেওয়া হল। লিখলেন কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি নিজেই।

Must read

কাঁথি : ‘‌একুশে জুলাই ধর্মতলা চলো’‌, রাজ্যের বিরোধী দলনেতার বাড়ি ‘শান্তিকুঞ্জ’–‌র সামনে দেওয়ালে লিখে দেওয়া হল। লিখলেন কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি নিজেই। এই ১৫ নম্বর ওয়ার্ডে রবিবার দেওয়াল লিখন ঘিরে যুব কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ–‌উদ্দীপনা ছিল।

আরও পড়ুন-বিরোধী দলনেতাকে গ্রেফতার দাবি কাঁথিতে

সারদাকর্তা সুদীপ্ত সেনের বিস্ফোরক বয়ানের পর, সোমবার বিরোধী দলনেতার গ্রেফতারের দাবিতে কাঁথিতে মিছিল ও সভা করবে তৃণমূল কংগ্রেস, যার শুরু হবে বিরোধী দলনেতার পাড়া থেকেই। জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘‌সব শ্রেণির তৃণমূল নেতা–‌কর্মীর কাছে ২১শে জুলাই একটি আবেগের নাম। কাঁথির এই ওয়ার্ড থেকেও বহু মানুষ ধর্মতলা যাবেন জননেত্রীর বক্তব্য শুনতে। অধিকারীরা নিজের ওয়ার্ডেও জিততে পারেনি। অথচ বড় বড় কথা বলে বেড়াচ্ছে। সুদীপ্ত সেন তো কোটি কোটি টাকা নেওয়া আর ব্ল্যাকমেলিংয়ের কথা ফাঁস করে দিয়েছেন। তাই শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।’‌’ এদিনের দেওয়াল লেখার কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য।

Latest article