ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিজেপির বিড়াল। যাঁরা বাংলার শিক্ষক নিয়োগ নিয়ে বিপ্লব করে রাজ্যোদ্ধারের ব্রত নিয়েছিলেন, এবার সেইসব বিজেপি নেতারা কী বলবেন? দেশের সর্ববৃহৎ চাকরি কেলেঙ্কারি, শিক্ষকের চাকরি কেলেঙ্কারি। ইতিমধ্যেই ২,৫০০-এর চাকরি গিয়েছে। তদন্তকারীরা বলছেন, এটা তো কিছুই নয়। গোটা রাজ্য জুড়ে যদি যথাযথভাবে তদন্ত চালানো যায় তাহলে এই সংখ্যাটা এক লক্ষ ছাড়াবে।
আরও পড়ুন-সরকার বাঁচাতে আসরে উদ্ধব-পত্নী রশ্মিও
উত্তরপ্রদেশ জুড়েই নাকি ভুয়ো মার্কশিটের নথিতে হাজার-হাজার চাকরি হয়েছে। এবং যার ৯০%-এর বেশি হয়েছে যোগী আদিত্যনাথের ৬ বছরের রাজত্বে। কোন যোগী আদিত্যনাথ? যিনি সন্ন্যাসীর পোশাক পরে দাবি করেন, কোনও দুর্নীতিই নাকি তাঁকে ছুঁতে পারেনি। এবার এই কলঙ্ক কী করে মাথা থেকে নামাবেন? আর রাজ্যের বিজেপি নেতারা যাঁরা বাংলায় কা-কা তারস্বর জুড়েছিলেন, তাঁদের বলি, দোকান থেকে রুমাল কিনে আনুন, মুখ ঢাকতে হবে যে!