সরকারি মান্ডিতে ধান বিক্রি করতে আসা কোনও কৃষক যদি হয়রানির শিকার হন তাহলে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee- Bardhaman)। সোমবার বর্ধমানে মাটি উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী কৃষকদের এমনটাই জানালেন।
আরও পড়ুন: শ্রমিক স্বার্থে কোনও আপস নয়, স্বচ্ছতার সঙ্গে চলবে আইএনটিটিইউসি
এদিন বর্ধমানের (Mamata Banerjee- Bardhaman) সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধান বিক্রি করতে আসা কৃষকদের ঘোরানো হচ্ছে। আমার কাছে খবর আসছে। আমি কৃষকদের বলে যাচ্ছি যারা এরকম করছে, তাঁদের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর দায়ের করুন। বিডিও-র কাছে গিয়ে অভিযোগ জানান।” পাশাপাশি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ সুপার (Police Super) ও জেলাশাসককেও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে খবর আছে ওজনে ফাঁকি দেওয়া হচ্ছে। কৃষক মান্ডিতে আসা কৃষকদের হয়রান করছে কেউ কেউ। ঘোরাচ্ছে। আমি বলে যাচ্ছি, সোজা থানায় বা বিডিওর কাছে কমপ্লেন করুন। বিডিওদেরও বলছি, সঙ্গে সঙ্গে যেন অ্যাকশন নেওয়া হয়।”
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: বিরোধী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা যশোবন্ত সিনহার
উল্লেখ্য, সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এদিন কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকেই সোমবার ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ১০ হাজার টাকা করে মোট ২হাজার ৩৮৫ কোটি টাকা।