রাষ্ট্রপতি নির্বাচন: বিরোধী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা যশোবন্ত সিনহার

Must read

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন আইএএস অফিসার যশোবন্ত সিনহা (Former Minister Yashwant Sinha)। সোমবার মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, সাংসদ রাহুল গান্ধী, সাংসদ মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব এবং শরদ পাওয়ার।

অন্যদিকে, আজ, সোমবারই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশোবন্ত সিনহাকে (Former Minister Yashwant Sinha) সমর্থনের কথা জানিয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। এর ফলে স্বাভাবিকভাবেই বিরোধী শিবিরে ঘুঁটির জোর আরও খানিকটা বাড়ল।

আরও পড়ুন: শ্রমিক স্বার্থে কোনও আপস নয়, স্বচ্ছতার সঙ্গে চলবে আইএনটিটিইউসি

আগামী ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। ফলপ্রকাশ ২১ জুলাই। ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন যশোবন্ত। সমর্থনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দফতরে ফোন করেছিলেন যশোবন্ত সিনহা। পাশাপাশি তিনি লালকৃষ্ণ আডবাণীর কাছেও ফোন করেছিলেন।

Latest article