কিভ, ২৭ জুন : ন’বছর আগে উইম্বলডনের সেন্টার কোর্টে রজার ফেডেরারকে হারিয়ে টেনিস দুনিয়াকে চমকে দিয়েছিলেন সার্গেই স্টাখোভস্কি। এখন লন্ডন থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে সশস্ত্র তরুণ দেশরক্ষায় ব্রতী হয়েছেন। উইম্বলডন…সেন্টার কোর্ট… এসব এখন ধূসর স্মৃতি ছত্রিশের স্টাখোভস্কির জন্য। তিনি ট্যুইট করেছেন, ‘এখন এতেই আমরা অভ্যস্ত। গত রাতে ৬২টি রকেট পড়েছে ইউক্রেনে। আমরা এতে অভ্যস্ত হয়ে গিয়েছি।’
আরও পড়ুন-রেণুকার সঙ্গে দেখা করলেন মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে থাকার আশ্বাস দিলেন
২০১৩ সালে ফেডেরারকে হারানোর পর দু’জনের করমর্দনের ছবি পোস্ট করেছেন ইউক্রেনের টেনিস আইকন। আরেক সতীর্থ আলেকজান্ডার দ্রপোলভের সঙ্গে ২০১৭-র ফেডেরারের ছবিও তিনি পোস্ট করেছেন। দু’জনেই টেনিস থেকে অবসর নিয়েছেন। দু’জনেই বর্তমানে দেশের জন্য মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছেন। সোমবার থেকে উইম্বলডন শুরু হয়েছে। কিন্তু ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের এই টুর্নামেন্টে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এর ফলে বিশ্বের একনম্বর ড্যানিল মেডভেডেভ নেই। নেই বিশ্বের ১৮ নম্বর আন্দ্রে রুবলেভও। এছাড়া মেয়েদের প্রথম কুড়ির মধ্যেও তিনজন নেই। এরমধ্যে ভিক্টোরিয়া আজারেঙ্কাও রয়েছেন।
আরও পড়ুন-‘কৃষকবন্ধু’ প্রকল্পে ৮৯ লাখ কৃষকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
স্টাখোভস্কি চান দুনিয়ার সব খেলা থেকে রাশিয়াকে ব্যান করা হোক। তবে নোভাক জকোভিচ এই তত্ত্ব সমর্থন করেন না। তিনি মনে করেন রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের উইম্বলডনে খেলতে দেওয়া উচিত। উইম্বলডন কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। তবে এবারের টুর্নামেন্টে র্যাঙ্কিং পয়েন্ট থাকছে না। ফলে কয়েকজন তারকা আগেই সরে গিয়েছেন।