রেণুকার সঙ্গে দেখা করলেন মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে থাকার আশ্বাস দিলেন

এছাড়া এদিন রেণুকার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

Must read

বর্ষা শুরু হওয়ার আগেই আজ ৮৯ লাখ কৃষকের হাতে ১০ হাজার টাকা করে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার বর্ধমানের সভা থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেন তিনি। এছাড়া কৃষকদের যাতে কিষাণ মান্ডিতে গিয়ে কোনও সমস্যা না হয় তার জন্য ওসি এবং বিডিও-কে বিশেষ নির্দেশ দিয়েছেন।

এদিন তিনি বলেন, “অনেক কৃষক কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যান। সেই সময় তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। যদি কেউ ফিরিয়ে দেন তাহলে আপনি বিডিও অফিসে যান, এফআইআর করুন। যাতে কোনও কৃষককে ধান নিয়ে ফিরে আসতে হয় সেটা দেখতে হবে। যে দায়িত্ব নেবেন না তাঁর ক্ষমতায় থাকার কোনও দরকার নেই। কৃষকদের বিক্রি করা জিনিসের ওজন যেন সঠিক থাকে।”

আরও পড়ুন-‘কৃষকবন্ধু’ প্রকল্পে ৮৯ লাখ কৃষকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বর্ধমানে খারিফ মরসুমে নতুন কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের সাহায্য প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে বোতাম টিপলাম আর ৮৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেল। ১০ হাজার টাকা করে কৃষকদের সাহায্য দেওয়া হচ্ছে। এই খরিফ মরসুমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হল।’’
এরপরেই নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,’ আজ, আমি খরিফ মৌসুমের আগে কৃষকবন্ধু (নতুন) প্রকল্প বিতরণ করেছি। আমরা সবসময় আমাদের কৃষকদের সম্মান করেছি…তারা আমাদের সমাজের মেরুদণ্ড। আগামী দিনেও আমাদের কৃষকদের প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় থাকবে। GoWB সবসময় আপনার উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করবে, আমরা সবসময় আপনার মুখে হাসি ফোটাতে সেই অতিরিক্ত মাইল হাঁটব!’

আরও পড়ুন-গুজরাট উত্তর প্রদেশে রাজ্যের নামে প্রকল্প থাকলে, বাংলায় আপত্তি কেন ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

এছাড়া এদিন রেণুকার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি বলেন, ‘রেণুকা খাতুনের সাথে আমারও দেখা করার সুযোগ হয়েছে, আজ। আমি আপনার জন্য ও আপনার অদম্য উৎসাহর জন্য অত্যন্ত গর্বিত, রেণুকা, আপনি কখনই হাল ছেড়ে দেননি। আপনি একজন যোদ্ধা এবং আপনার নির্ভীক চেতনা অন্য অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনার সমস্ত স্বপ্ন সত্য হোক এবং আপনি সর্বদা মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার শক্তি খুঁজে পান।’

Latest article