নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : প্রায় আট বছর ধরে এনসিসিতে যুক্ত থাকার পর সরকার মাত্র চার বছরের জন্য অগ্নিপথ প্রকল্পে নিয়োগ করবে! এই নিয়ে অসন্তোষ জমেছে এনসিসি ক্যাডারদের মধ্যে। এনসিসি ক্যাডারদের অনেকেই দীর্ঘ আট বছর কোনও চাকরির পরীক্ষা না দিয়ে শুধুমাত্র বাহিনীতে চাকরির আশায় দিন গুনছিলেন। অগ্নিপথ প্রকল্প তাঁদের সেই আশায় জল ঢেলে দিয়েছে বলে দাবি এনসিসি ক্যাডারদের।
আরও পড়ুন-সরব শান্তনু
অগ্নিপথ প্রকল্পের লাভক্ষতির অঙ্ক কষা চলছে সর্বস্তরে। এই প্রকল্পে সেনাবাহিনীতে কর্মপ্রার্থী যুবকদের ক্ষতি হবে বলে দাবি বিরোধী নেতা থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্মীদের একাংশের। জানা গিয়েছে, বিগত দু’বছরে প্রায় ৫০ হাজার সেনাবাহিনীতে কর্মপ্রার্থী শারীরিক সক্ষমতা এবং লিখিত পরীক্ষায় পাশ করেছিলেন। যদিও তাঁদের নিয়োগ করা হয়নি এখনও। তারমধ্যেই অগ্নিপথ প্রকল্প চালু করে দিয়েছে মোদি সরকার। সুতরাং সেই সমস্ত পাশ করা কর্মপ্রার্থীদের আবার নতুন করে লিখিত এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবেই বাহিনীতে চাকরির সুযোগ পাবেন তাঁরা। বিগত ২ বছর ধরে করোনা সহ বিভিন্ন কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ বাহিনীতে।
আরও পড়ুন-ঊর্ধ্বমুখী সংক্রমণ
আগের সমস্ত পরীক্ষাও বাতিলও করা হয়েছে। জানা গিয়েছে, গত ২ বছরে মোট ১৪৪টির মধ্যে ৫১টি রালি হয়েছে। তারমধ্যে মাত্র ৪টিতে কমন এন্ট্রান্স টেস্ট পরীক্ষা রয়েছে। যদি বিগত তিন বছরে সেনাবাহিনীতে নিয়মমাফিক নিয়োগ করা হত, তাহলে শুধু হরিয়ানার মতো রাজ্য থেকেই কুড়ি হাজার কর্মপ্রার্থী এতদিনে চাকরি পেয়ে যেতেন। এদিকে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করেছে সংযুক্ত কিসান মোর্চা।