সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আসছে নয়া আইন

মন্ত্রকের এক শীর্ষসূত্রের ভাষ্য অনুযায়ী, নতুন আইনে সোশ্যাল মিডিয়ায় কেউ আপত্তিকর পোস্ট করলে তার পোস্টের জন্য কোম্পানিগুলি দায়ী থাকবে।

Must read

নয়াদিল্লি : এবার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংসদে আসন্ন বর্ষাকালীন অধিবেশনে পেশ করার জন্য তৈরি বিলের খসড়া নিয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকে। গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটারের মতো প্ল্যাটফর্মের ফাঁস শক্ত করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রস্তাবিত নতুন আইনে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে জবাবদিহি করতে বাধ্য করার জন্য ভারতীয় আইন প্রয়োগ করার চেষ্টা হবে। অর্থাৎ, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করে, তাহলে সংশ্লিষ্ট কোম্পানির দায় থাকবে।

আরও পড়ুন-ক্ষুব্ধ এনসিসি ক্যাডাররা

মন্ত্রকের এক শীর্ষসূত্রের ভাষ্য অনুযায়ী, নতুন আইনে সোশ্যাল মিডিয়ায় কেউ আপত্তিকর পোস্ট করলে তার পোস্টের জন্য কোম্পানিগুলি দায়ী থাকবে। কেউ যদি কোনও বিষয়বস্তু নিয়ে আপত্তি করে থাকে, তাহলে সাতদিনের মধ্যে ব্যাখ্যা দিয়ে সন্দেহ দূর করতে হবে। সেইসঙ্গে আপত্তিকর পোস্ট ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। এছাড়া যিনি পোস্ট করেছেন তাঁকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে হবে। পাশাপাশি সেই ব্যক্তি সম্পর্কিত কোনও প্রশ্ন এলে তা এক মাসের মধ্যে সংগ্রহ করতে হবে। সম্ভবত এই ধারাটি স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ অনুসারে রাখা হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে ভারতে ডেটা সেন্টার তৈরি করতে হবে এবং অফিসার নিয়োগ করতে হবে। আসন্ন বর্ষা অধিবেশনে এই সোশ্যাল মিডিয়া বিল সংসদে পেশ করার প্রস্তুতি চলছে।

Latest article