সংবাদদাতা, বারাসত : বাম আমলের দীর্ঘ টালবাহানার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) নির্দেশে প্রত্যাশাপূরণ হল। বুধবার বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন বেলেঘাটায় বিদ্যাধরী খালের উপর নির্মিত বোয়ালঘাটা ব্রিজ (Beliaghata Bridge)। এর ফলে উপকৃত হল প্রায় ৩ লক্ষ মানুষ। জুড়ে গেল উত্তর ও দক্ষিণ দুই ২৪ পরগনা। অনুষ্ঠানিক উদ্বোধনে ব্রিজ (Beliaghata Bridge) সংলগ্ন এলাকায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা-সহ বিধায়করা।
হাড়োয়া, মিনাখাঁ, ভাঙড়-সহ কলকাতার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের সুবিধার্থে দীর্ঘদিন বারাসত ২ ব্লকের শাসন এলাকার মানুষ বোয়ালঘাটার কাছে ব্রিজের দাবি তোলেন। বাম আমলে বাস্তবায়িত হয়নি। তৃণমূল ক্ষমতায় আসার পর জমি ও অন্যান্য সমস্যা মিটিয়ে দু’দিকের সংযোগকারী রাস্তা তৈরি হয়। ১০৬.২ মিটার লম্বা ও ৮.৭৫ মিটার চওড়া ব্রিজটি করতে খরচ হয়েছে ৫ কোটি ২৮ লক্ষ টাকা। স্থানীয় মানুষ জানান, অনেক দিনের স্বপ্ন পূরণ করলেন মুখ্যমন্ত্রী। উনি উদ্যোগ না নিলে এই ব্রিজ হত না। খুব সহজেই এখন হাড়োয়া, মিনাখাঁ, ভাঙড়, নিউটাউন-সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কম সময়ে পৌঁছনো যাবে।
আরও পড়ুন: সবুজ হল শিলিগুড়ি: ফুটল ঘাসফুল, জিটিএ ফলে তৃণমূলের উচ্ছ্বাস