সবুজ হল শিলিগুড়ি: ফুটল ঘাসফুল, জিটিএ ফলে তৃণমূলের উচ্ছ্বাস

লাল দুর্গে নিশ্চিহ্ন বাম

Must read

রিতিশা সরকার,  শিলিগুড়ি: শিলিগুড়িতে (TMC Siliguri) আর কিছুই রইল না বামেদের (CPM)। গত পুর নির্বাচনে হাতছাড়া হয়েছে পুরনিগম। এবার মহকুমা পরিষদের ভোটেও ধরাশায়ী লালেরা। গত পাঁচ বছর শিলিগুড়ি মহকুমা পরিষদের দায়িত্ব ছিল বামেদের হাতে। এবার মানুষের ভোটে সেই দায়িত্ব বর্তাল তৃণমূলের কাঁধে। মহকুমার পঞ্চায়েত এলাকার ৪৪ বছরের লাল মাটিতে ঘাস ফুল ফুটিয়ে দখল নিল মহকুমা পরিষদের। বুধবার শিলিগুড়ি মহকুমার চার ব্লকে নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সবুজ ঝড় আছড়ে পড়ে। এদিন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হতেই জয়ের স্বাদ পায় তৃণমূল (Trinamool Congress)। ৬৬টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৫৪টি পঞ্চায়েত সমিতি একের পর এক দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: পাহাড়ে ব্যাকফুটে বিজেপি

শিলিগুড়ি (TMC Siliguri) চার ব্লকে ফাঁসিদেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ির আকাশে তখন বইছে সবুজ আবির। জয়ের পর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ (Papia Ghosh) বিজয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে মেতে ওঠেন উৎসবে। মহকুমা পরিষদের নয়টি আসন, সেখানেও একের পর এক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ৮টি আসনেই জয় হয়। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসেের (Darjeeling Trinamool Congress)  চেয়ারম্যান অলক বলেন, ‘‘সবথেকে বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সেলিব্রিটি প্রার্থী রুমা রেশমি এক্কা। তিনি প্রায় ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। জয়ী হয়েছেন মহকুমা পরিষদের অন্যতম বর্ষীয়ান নেতা আইনুল হক।”

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘CBI-এর জুজু’ দেখানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Latest article