পাহাড়ে ব্যাকফুটে বিজেপি

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি: পদ্ম (BJP) হারিয়ে গেল পাহাড়ে। পাহাড়ের পাথুরে ভূমিতে ফুটল জোড়াফুল। এবার কি তবে গেরুয়া দলের সাংসদ রাজু বিস্তা পদত্যাগ করবেন? নৈতিকভাবে তাই করা উচিত বলে মনে করছে রাজনৈতিক মহল। জিটিএ ভোটকে পণ্ড করতে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে বিজেপি। কিন্তু তাতে যে কোনও লাভ হল না, পাহাড়বাসীরা যে উন্নয়নকেই বেছে নিলেন তা ফলেই প্রমাণ হল। জিটিএ নির্বাচনে ডালিতে বিনয় তামাং-সহ পাঁচ আসন জয় তৃণমূলের। দার্জিলিং গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ৪৫ আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে পাঁচ আসনেই জয় হাসিল করে করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল থেকে ডালিতে জয়লাভ করেছেন বিনয় তামাং। অনিত থাপার জয়লাভের পরই অনিতকে শুভেচ্ছা জানিয়েছে তৃণমূল। জিটিএ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করছিল। এই ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ তৃণমূলের কাছে। নির্বাচনী ফলাফলে সাফ পাহাড়ে রাজনৈতিক জমি শক্ত করছে তৃণমূল। জিটিএর এমন ফলাফলে পাহাড়ে আরও ব্যাকফুটে চলে গেল বিজেপি (BJP)। অনিত থাপা জয়ী হওয়ায় মন্ত্রী অরূপ বিশ্বাস অভিনন্দন জানিয়েছেন। হামরো পার্টির অজয় এডওয়ার্ড জয়ী হলেও তাঁর দল মোট আটটি আসন পেয়েছে। জিটিএ দখল করে চেয়ারম্যান পদে বসতে চলেছেন অনিত।

আরও পড়ুন: চলুন রথের মেলায়

Latest article