সেপ্টেম্বরে ভারত (India) সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। দু’জনের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা, মাদক পাচার, নারী ও শিশু পাচারের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হতে পারে। বাংলাদেশের বিদেশ সচিবের আশা, রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারতের তরফে নিশ্চয়ই কোনও না কোনও সাহায্যের বার্তা আসবে। মোমেন আন্তর্জাতিক মঞ্চের কাছেও রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রয়োজনীয় সাহায্য করার অনুরোধও জানিয়েছেন। মানবিকতার খাতিরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিলেও এজন্য অর্থনৈতিক চাপে জর্জরিত বাংলাদেশ।
আরও পড়ুন: মাস্ক বাধ্যতামূলক