আপের ব্যানারে হলদিয়ায় হট্টগোল

Must read

সংবাদদাতা, হলদিয়া : সম্প্রতি আম আদমি পার্টিতে (AAP) যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন হলদিয়ার (Haldia) প্রাক্তন সিপিএম সাংসদ ও বহিষ্কৃত নেতা লক্ষ্মণ শেঠ। তারপরই গত কয়েকদিনে আপের একাধিক ব্যানারে ছেয়ে গিয়েছে হলদিয়া শহর। স্থানীয়দের ধারণা, লক্ষ্মণের অনুগামীদের কীর্তি। আপের দাবি, তারা লাগায়নি। সোমবার এ বিষয়ে ভবানীপুর থানায় অভিযোগ জমা পড়েছে। গত কয়েকদিন হলদিয়া পুরভবনের সামনে, কদমতলা মোড়ে এবং ব্রজলালচক বাজার এলাকায় বেশ কয়েকটি ব্যানার দেখা যায়। তাতে লেখা— ‌ যোগদানের জন্য যোগাযোগ করুন। একটি ফোন নম্বরও দেওয়া। রয়েছে ওই ফোন নম্বরের মালিক এবং আপ–প্রধান অরবিন্দ কেজরিওয়ালের ছবি। কয়েকদিন ধরে কেউ বা কারা লাগিয়েছিল, শোরগোল হতে খুলে ফেলে। আপের পূর্ব মেদিনীপুর জেলার ইনচার্জ সুব্রতকুমার সাউ বলেন, ‘‘‌ভুয়ো ব্যানার। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই কাজ করেছে। ব্যানারে যে ব্যক্তির ছবি ও ফোন নম্বর দেওয়া হয়েছে তাঁকে আমরা চিহ্নিত করেছি। নাম শেখ আমিনুল। হলদিয়া (AAP- Haldia) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের দলের সাধারণ সদস্যও নন। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। রাজ্যদলকেও সব জানিয়েছি।’’‌ এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত আমিনুলের।

আরও পড়ুন: এলাকাবাসীর দীর্ঘদিনের আশাপূরণে মুখ্যমন্ত্রী, দুই ২৪ পরগনা যোগ করল সেতু

Latest article