সংবাদদাতা, শিলিগুড়ি : ‘‘১০ বছর পাহাড়ে কাজ হয়নি। এবার হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। জিটিএর দায়িত্ব নিয়ে আমার প্রথম কাজই হল পাহাড়ের পরিকাঠামো উন্নয়ন করা। রাজ্যের সঙ্গে মিলেই সেই উন্নয়নের কাজ করব।’’ জটিএ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর এমনটাই বললেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। পাহাড়ে আন্দোলনের কারণেই জিটিএর কাজের পরিকাঠামো ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। এককভাবে ২৭টি আসন পাওয়ার পরে স্বাভাবিকভাবে খুশি অনিত থাপার দল। তাই বৃহস্পতিবার দার্জিলিং ম্যালে বিজয় উৎসব ও পালন করে ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা।
আরও পড়ুন-বাঁধ ভাঙতেই মেরামতি শুরু করল সেচ দফতর
তবে অনিত থাপা এদিন বলেন, জিটিএর পরিকাঠামো ভেঙে পড়েছে। পথে বসার পর আগে পরিকাঠামো ঠিক করতে হবে। কোনও কিছুই ঠিক নেই তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকার সবসময়ই পাহাড়ের উন্নয়ন চেয়েছে। পাহাড়ে বারবার আন্দোলনের কারণে উন্নয়ন করার যে পরিকাঠামো তা ভেঙে গিয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন এরপরে পাহাড়ে এসএসসির নিয়োগ সংক্রান্ত বিষয়সহ অন্যান্য বিভাগের নিয়োগ করার জন্য রাজ্য সরকারকে বলবে।
আরও পড়ুন-ট্রলারডুবি বন্ধে ও মাছ ধরায় নতুন নিয়ম
তবে শপথ গ্রহণের নোটিশ হওয়ার আগে কলকাতাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে তিনি জানিয়েছেন। বৃষ্টির কারণে বুধবার থমকে গিয়েছিল জয়ের আনন্দ প্রকাশ। বৃহস্পতিবার সকাল হতেই বাঁধভাঙা উচ্ছ্বাস কর্মী-সমর্কদের মধ্যে। অনিত থাপার যে পদযাত্রা জিটিএ নির্বাচনের প্রাক মুহূর্তে দেখা গিয়েছিল পাহাড়ে। একই আদলে বিজয় মিছিল করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।