বাঁধ ভাঙতেই মেরামতি শুরু করল সেচ দফতর

প্রসঙ্গত, ২০১৮ সালে এই এলাকাতে দেখা গিয়ে ছিল ভয়াবহ ভাঙন। ফুলহারের গর্ভে  তলিয়ে যায় একটি শিব মন্দির-সহ কয়েকটি বাড়িঘর।

Must read

সংবাদদাতা, মালদহ : উত্তরবঙ্গে প্রবল বর্ষণের ফলে ফুলে উঠেছে একাধিক নদী। এর জেরে মালদহের মানিকচকের ১৫ মিটার নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ ভাঙতেই মেরামতির কাজ শুরু করল সেচ দফতর। বুধবার রাতে ফুলহরের ভাঙন শুরু হয়েছে মানিকচক ব্লকের মথুরাপুরের শংকরটোলায়। নদীবাঁধের প্রায় ২০ মিটার এলাকা জুড়ে এই ভাঙন শুরু হয়েছে।

আরও পড়ুন-ট্রলারডুবি বন্ধে ও মাছ ধরায় নতুন নিয়ম

বাঁধ রক্ষায় রাত থেকে বালি ও মাটি ভর্তি বস্তা নদীতে ফেলতে শুরু করে সেচ দফতর। তার ফলেই রক্ষা পায় নদী বাঁধ এই খবর চাউর হতেই আতঙ্গের ছবি ফুটে উঠে স্থানীয় বাসিন্দাদের চোখে-মুখে। মালদহ জেলা সেচ দফতর সূত্রে জানা গেছে, অতি বর্ষণের জেরে ফুলে উঠেছে নদী। ফুলহার নদী বাঁধে প্রায় ১৫ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সেচ দফতরের তৎপরতায় শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। প্রসঙ্গত, ২০১৮ সালে এই এলাকাতে দেখা গিয়ে ছিল ভয়াবহ ভাঙন। ফুলহারের গর্ভে  তলিয়ে যায় একটি শিব মন্দির-সহ কয়েকটি বাড়িঘর।

Latest article