সংবাদদাতা, হলদিয়া : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়াতে সভা করতে এসে ঘোষণা করেছিলেন, হলদিয়ার মতো শিল্পাঞ্চলগুলোতে ঠিকাদারদের দৌরাত্ম্য চলবে না। তার ঠিক এক মাসের মাথায় রাজ্যের শ্রম দফতর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার হলদিয়া-সহ মোট তিনটি শিল্পাঞ্চলের জন্য নিয়োগ ও সিওডি সংক্রান্ত সরকারি কমিটি ঘোষণা করল। সেই সরকারি কমিটিতে কোনও ঠিকাদারের ঠাঁই হয়নি।
আরও পড়ুন-নতুন দলের অফিস
হলদিয়া শিল্পাঞ্চলের কমিটিতে রয়েছেন জেলাশাসক, শ্রম দফতরের আধিকারিক, হলদিয়ার মহকুমা শাসক ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। হলদিয়া শিল্পনগরীতে নিয়োগ ও সিওডি সংক্রান্ত ঘোষণার ৩০ দিনের মধ্যে প্রতিশ্রুতিপূরণ হওয়ায় বৃহস্পতিবার ধন্যবাদজ্ঞাপন মিচ্ছিল ও সভা হল। এদিন মিছিল বিকেলে হলদিয়ার মঞ্জুশ্রী ক্ষুদিরাম স্কোয়্যার থেকে দুর্গাচক কলোনি বাজার পর্যন্ত মিছিলের শেষে দুর্গাচক কলোনি বাজার এলাকায় সভা হয়। আইএনটিটিইউসি তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে এই কর্মসূচিতে ও মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি শিবনাথ সরকার প্রমুখ।
আরও পড়ুন-ক্ষমতা দখলে পিছনের দরজাই কৌশল বিজেপির
সৌমেন মহাপাত্র বলেন, “বর্তমান বিরোধীদল নেতার কারণে হলদিয়ার শ্রমিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। সে ইতিহাস সকলের জানা।” আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ও কোলাঘাট শিল্পাঞ্চল এবং পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শিল্পাঞ্চলের জন্য এই সরকারি কমিটি ঘোষিত হয়েছে। যে ১১টা কারখানায় সিওডি বাকি ছিল তার প্রত্যেকটিতেই আমরা গিয়েছি। অতীতে কোনও নেতা হোটেল বা গেস্টহাউসের ঠান্ডা ঘরে বসে এসব স্থির করতেন। সে-সব এখন অতীত। রাজ্যের কোনও শিল্পাঞ্চলেই সেসব আর হবে না। স্বচ্ছ ভাবে সমস্ত প্রক্রিয়া হবে।