নতুন দলের অফিস

দীর্ঘদিন ধরে কোনও স্থায়ী তৃণমূল ভবন ছিল না। তাই দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মীদের দাবি ছিল এই অঞ্চলে দলীয় অফিসের।

Must read

তৃণমূল ভবনের উদ্বোধন করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভার কাঁটাবেড়িয়া গ্রামে এই নতুন তৃণমূল ভবনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । এই এলাকায় দীর্ঘদিন ধরে কোনও স্থায়ী তৃণমূল ভবন ছিল না। তাই দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মীদের দাবি ছিল এই অঞ্চলে দলীয় অফিসের।

আরও পড়ুন-ক্ষমতা দখলে পিছনের দরজাই কৌশল বিজেপির

হুল দিবসের শুভলগ্নে আদিবাসী অধ্যুষিত কাঁটাবেড়িয়া এলাকায় এই নয়া ভবনটি স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্দেশে উৎসর্গ করেন সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । নবনির্বাচিত সাংসদ কাঁটাবেড়িয়া সাধারণ জনগণের সঙ্গে কিছুটা সময় কাটান। সাংসদ শত্রুঘ্ন সিনহা এ প্রসঙ্গে বলেন, এই অঞ্চলের মানুষের ভালবাসা পেয়ে আমি আপ্লুত, বিশেষ যে কমিউনিটি হলটি রয়েছে তা সংস্কার করার পাশাপাশি শীতাতপনিয়ন্ত্রিত করে দেওয়া হবে সাংসদ তহবিল থেকে। পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের শরিক হতে চান তিনি।

Latest article