অনুপম সাহা, কোচবিহার: রাজ আমলের প্রথা মেনে দু’বছর পর কাঠের দড়িতে টান দিতে পেরে খুশি দর্শনার্থীরা। এবার চিরাচরিত কাঠের রথে গুঞ্জবাড়ি ডাঙ্গরআই মন্দিরে মাসির বাড়িতে গেলেন মদনমোহন। শুক্রবার দুয়ার বক্সী অজয় কুমার দেব বক্সী রথের দড়িতে প্রথম টান দিয়ে এই রথ যাত্রার সূচনা করেন। গত দুবছর করোনা আবহের কারণে চার চাকার সুসজ্জিত মোটর যানে সওয়ারী হয়ে ছিলেন মদনমোহন। তবে এবছর করোনার প্রকোপ কম থাকায় চিরাচরিত কাঠের রথে চড়ে মাসির বাড়িতে যান মদনমোহন।
আরও পড়ুন-বাথরুমে খাবার, রেলের কুকীর্তি
এদিন সকালে মদনমোহন ঠাকুরের স্নান সম্পন্ন করে তারপর মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে মদনমোহন বিগ্রহকে নিয়ে আসা হয়। সেখানে চলে রথের বিশেষ পুজো, হোম যজ্ঞ এবং অঞ্জলি। বিকেল ৪ টা ৪৫ মিনিটে রথে ওঠেন মদনমোহন দেব। ৪টা ৫৫ মিনিটে দুয়ার বক্সী অজয় কুমার দেব বক্সী এবং দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান রথের দড়িতে টান দেন। তারপর ভক্তরা রথের দড়ি টেনে কোচবিহার শহরের নির্দিষ্ট রাজ পথে পরিক্রমা করে রথ গুঞ্জুবাড়ী ডাঙ্গরআই মন্দিরে নিয়ে আসেন। সাত দিন মদনমোহন দেব ডাঙ্গরাআই থাকবেন। এই রথযাত্রা উপলক্ষে ডাঙ্গরআই মন্দির প্রাঙ্গণে ভাগবত পাঠ, পদাবলী কীর্তন এবং মেলার আয়োজন করা হয়েছে। রথ উৎসবে কোনও অপ্রতিকর ঘটনা এড়াতে রয়েছে কঠোর নিরাপত্তা।