দলের কাছে অধিনায়কেরও আগে বোলার বুমরা, জানালেন দ্রাবিড়

প্রথম শ্রেণির ম্যাচেও আগে কখনও নেতৃত্ব দেননি জসপ্রীত বুমরা। এবার সরাসরি টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হল তাঁর হাতে।

Must read

বার্মিংহাম, ১ জুলাই : প্রথম শ্রেণির ম্যাচেও আগে কখনও নেতৃত্ব দেননি জসপ্রীত বুমরা। এবার সরাসরি টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়া হল তাঁর হাতে। রোহিত শর্মা কোভিড আক্রান্ত হওয়ায় শেষমুহূর্তে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন তাঁর সঙ্গে বুমরার নেতৃত্ব নিয়ে কথা হয়েছে। তবে দল অধিনায়ক বুমরার থেকেও বোলার বুমরাকে যে বেশি চায়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন-২ বছর পর রথে মাসির বাড়ি গেলেন মদনমোহন

ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলে দ্রাবিড় বলেছেন, ‘‘বুমরা প্রচুর ভাবে। ও হল চিন্তাশীল ক্রিকেটার। ও যেমন খেলা বোঝে, তেমনই বোলিংও বোঝে। তাছাড়া ক্রিকেট নিয়ে কথা বলতে ভালবাসে। এতে দলের মধ্যে থেকেও সবার শ্রদ্ধা আদায় করে নিতে পেরেছে বুমরা। যেটা খুব জরুরি। এখন দেখতে হবে ও যেন ঠিক বক্সে টিক করতে পারে। ক্যাপ্টেন্সি, বোলিং পরিবর্তন এই সব ব্যাপারে।” এরপর দ্রাবিড় আরও যোগ করেন, ‘‘বুমরা ক্রমশ উন্নতি করছে। ও সেভাবে কখনও নেতৃত্ব দেয়নি। কিন্তু আমরা ওর পাশে থাকব। ফাস্ট বোলার হিসাবে দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। ওকে নিজের বোলিং নিয়ে ভাবতে হবে। সেইমতো ফিল্ডিং সাজাতে হবে। গত কয়েকদিনে আমার সঙ্গে ওর কয়েকবার কথা হয়েছে। আমরা ওকে অধিনায়কের থেকেও বেশি করে বোলার হিসাবে চাই। আর অধিনায়কত্ব হল এমন এক ব্যাপার, যা আপনি যত বেশি করবেন, তত উন্নতি করবেন।” নিউজিল্যান্ডকে ৩-০-তে উড়িয়ে দেওয়ার পর বেন স্টোকসের ইংল্যান্ডকে নিয়ে প্রচুর চর্চা হচ্চে। দ্রাবিড় জানিয়েছেন, তিনি প্রতিপক্ষ কী করছে তা নিয়ে না ভেবে নিজের দল নিয়ে ভাবতেই বেশি পছন্দ করেন।

আরও পড়ুন-বাথরুমে খাবার, রেলের কুকীর্তি

এই প্রসঙ্গে ভারতীয় কোচের বক্তব্য হল, ‘‘ইংল্যান্ডের ব্যাটিং স্টাইল নিয়ে অনেক কথা হয়েছে। তবে আমাদের যা সিম ডিপার্টমেন্ট রয়েছে তাতে আমাদের জন্য অনেক গৌরবজনক মুহূর্ত অপেক্ষা করছে। গত ৪-৫ বছরে আমাদের একটা শক্তিশালী ফাস্ট বোলারের গ্রুপ হয়েছে। এই বোলাররা যে কোনও পরিবেশে বল করতে পারে।” তবে দ্রাবিড় মেনে নিয়েছেন, এজবাস্টনে কঠিন লড়াই হবে। তাঁর কথায়, ‘‘আমাদের ছেলেরা প্রস্তুত। তবে ফোকাস থাকছে নিজেদের দিকেই। ওরা কি করছে তা নিয়ে ভাবছি না।” প্রসঙ্গত, অসমাপ্ত এই সিরিজে ভারত ২-১-এ এগিয়ে আছে। এজবাস্টনে ড্র করলেও ১৫ বছর পর ইংল্যান্ডে সিরিজ জিতবে ভারত।

Latest article