আগেই মাইকে প্রচার চালিয়ে শহরবাসীকে সচেতন করেছিল পুরুলিয়া পুরসভা। জানানো হয়েছিল, পয়লা জুলাই থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার নিষিদ্ধ হবে পুরুলিয়া শহরে। শুক্রবার প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নেমে পড়ল পুরসভা। বাজারে ঘুরে ঘুরে দোকানে ক্যারিব্যাগ দেওয়া হচ্ছে কি না, তা সরজমিনে দেখেন পুরপ্রধান নবেন্দু মাহালি। সঙ্গে ছিল পুলিশ বাহিনী।
আরও পড়ুন-পঞ্চায়েতের উদ্যোগে গড়চুমুকে ইকো ট্যুরিজম
পুরপ্রধান জানিয়েছেন, প্রথম দিনের অভিযানে একজনের জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকজনকে শোকজ করা হয়েছে। অভিযান নিয়মিত চলবে। পুরপ্রধান জানিয়েছেন, গতবার বর্ষার সময় তাঁরা দেখেছেন প্লাস্টিক, থার্মোকলে নিকাশি নালার মুখগুলি বুজে যাওয়ায় জল জমে গিয়েছিল শহরের নিচু এলাকাগুলিতে। রাজ্য সরকারও নির্দেশ দিয়েছে সব শহরকে প্লাস্টিকমুক্ত করতে হবে। তাই তাঁরা বর্ষার আগেই ব্যবস্থা নিচ্ছেন। মানুষ সহযোগিতা করছেন। নবেন্দু আরও জানান, পুরুলিয়াকে গ্রিন অ্যান্ড ক্লিন টাউন করার জন্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার পাশাপাশি শহরে প্রচুর গাছ লাগানো হচ্ছে।