প্রতিবেদন : এযাবৎকালের সবচেয়ে বড় ভূমিধস। মণিপুরের (Manipur Tupul Landslide) তুপুলে ভয়ঙ্কর ধসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শেষ পাওয়া খবর অনুসারে, নোনি জেলার ধসে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২। এর মধ্যে ১৫ জনই ১০৭ টেরিটোরিয়াল আর্মির জওয়ান। মৃত সেনাদের মধ্যে ১০ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, রাজ্যের ইতিহাসে এ এক ভয়াবহ ঘটনা। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৫৫ জন আটকে রয়েছেন বলে উদ্ধারকারীদের আশঙ্কা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং যাতায়াতের সমস্যা থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, উদ্ধারকাজ শেষ করতে আরও ২-৩ দিন সময় লাগবে।
আরও পড়ুন: জুবেরের বিরুদ্ধে এই অতিসক্রিয়তা কেন?
উল্লেখ্য, বুধবার রাত দেড়টা নাগাদ মণিপুরের নোনি জেলার তুপুলে (Manipur Tupul Landslide) রেল স্টেশন নির্মাণের এলাকায় ভয়াবহ ধস নামে। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণেই ধস নেমেছে। এদিনই বাংলায় ফিরেছে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। তাঁদের মধ্যে ৯ জনের বাড়ি দার্জিলিং, মিরিক ও কার্শিয়াংয়ে। এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা।