প্রতিবেদন: একাধিকবার তলব করলেও হাজির হননি তিনি। এর জেরে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতার নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানা দু’বার করে তলব করেছিল তাঁকে। কিন্তু দু’বারই নানা অজুহাতে হাজির এড়িয়ে যান নুপুর। যার জেরে এবার বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। ক’দিন আগে একটি টিভি চ্যানেলের বিতর্কসভায় ধর্মগুরুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা (Nupur Sharma)। এরপরই নূপুরের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় এফআইআর দায়ের করেন এক ব্যক্তি। তার ভিত্তিতে ২০ জুন তাঁকে সমন পাঠায় নারকেলডাঙা থানা। সমনের জবাবে নুপূর শর্মা জানিয়ে দেন এখন সম্ভব নয়, চার সপ্তাহ পর তিনি হাজিরা দেবেন। ই-মেল করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। চার সপ্তাহ বাদে ফের সমন পাঠানো হলেও নিরাপত্তার অজুহাত দিয়ে হাজিরা এড়িয়ে যান। একই অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানাও বার দু’য়েক তাঁকে তলব করেছিল। কলকাতায় তিনি নিরাপদ নন, এই অজুহাতে তাঁদের সমনও এড়িয়ে যান তিনি। নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গত মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় তুমুল প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। কিছু জায়গায় হিংসাত্মক হয়ে যায় এই প্রতিবাদ আন্দোলন। তারপরই রাজ্যের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। শুধু কলকাতার বিভিন্ন থানা মিলিয়ে অন্তত দশটি মামলা দায়ের হয়েছে নুপুর শর্মার বিরুদ্ধে। অভিযোগের তদন্তে তাঁকে জেরা করতে চায় পুলিশ। কিন্তু বারবার ডাকলেও হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি। সে কারণেই তাঁর বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করা হল।
আরও পড়ুন: উপাচার্য নিয়োগ ইস্যু: রাজ্যপালের টুইটের পাল্টা জবাব কুণালের