সংবাদদাতা, মালদহ : টেলি মেডিসিনের মাধ্যমে ব্রেন স্ট্রোকের চিকিৎসা। মালদহ মেডিক্যাল কলেজে শুরু হল এই পরিষেবা। টেলি মেডিসিনে চিকিৎসার জন্য রাজ্যস্তরের নাম করা চিকিৎসকরা প্রশিক্ষণ দিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজের চিকিৎসকদের। অভিনব ব্যবস্থার ফলে গতি বেড়েছে চিকিৎসার। ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগী হাসপাতালে আসা মাত্রই বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা।
আরও পড়ুন-৪০ লক্ষ ব্যয়ে হল কন্যাশ্রী শিশুউদ্যান
এরপর রোগীর সমস্ত রিপোর্ট ওই চিকিৎসকদের পাঠানো হচ্ছে। ফলে জেলার হাসপাতালেই মিলছে অত্যাধুনিক পরিষেবা। এবং নাম করা চিকিৎসকেদের পরামর্শ। সেইমতো শুরু করা হচ্ছে রোগীর চিকিৎসা। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘‘টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসায় উপকৃত হচ্ছেন রোগীরা। আমরা অনায়াসে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারছি।’’