৪০ লক্ষ ব্যয়ে হল কন্যাশ্রী শিশুউদ্যান

কন্যাশ্রী পেয়ে উপকৃত হয়েছেন রাজ্যের মেয়েরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের নামে তৈরি হল শিশু উদ্যান

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : কন্যাশ্রী পেয়ে উপকৃত হয়েছেন রাজ্যের মেয়েরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের নামে তৈরি হল শিশু (children) উদ্যান। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ ব্লক প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী নামাঙ্কিত নবনির্মিত পার্কের উদ্বোধন হল।

আরও পড়ুন-পাহাড়ে দেহ ফিরল আরও ৩ সেনার

গোয়ালপোখর ব্লক অফিস প্রাঙ্গণে নির্মিত এই উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, ইসলামপুরের পুরচেয়ারম্যান কানহাইয়ালাল আগরওয়াল, বিডিও কানহাইয়া কুমার রায় প্রমুখ। এছাড়াও চাকুলিয়াবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে ‘আই লাভ চাকুলিয়া’ স্মারকস্তম্ভেরও উদ্বোধন করা হয়। মন্ত্রী বলেন, “শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। এই ভাবনায় তৈরি করা হয়েছে পার্কটি।’’

Latest article