পাহাড়ে দেহ ফিরল আরও ৩ সেনার

মণিপুর টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসে মৃত সেনার সংখ্যা ক্রমশ বাড়ছে। সোমবার মণিপুর থেকে আরও তিন সেনার মৃতদেহ এসে পৌঁছল শিলিগুড়িতে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মণিপুর টুপুল রেলওয়ে ইয়ার্ডে ধসে মৃত সেনার সংখ্যা ক্রমশ বাড়ছে। সোমবার মণিপুর থেকে আরও তিন সেনার মৃতদেহ এসে পৌঁছল শিলিগুড়িতে। সব মিলিয়ে এখনও পর্যন্ত শিলিগুড়িতে এসে পৌঁছেছে ১৭ জন মৃত সেনার দেহ। মণিপুরে ধসের ঘটনায় এখনও পর্যন্ত দার্জিলিং জুয়েলারি ১৪ জন সেনা কর্মীর মৃত্যু হয়েছে। শুধুমাত্র দার্জিলিংয়েরই রয়েছে ১২ জন সেনা কর্মী।

আরও পড়ুন-বাংলাভাগের বিরুদ্ধে গর্জে উঠল বাংলা পক্ষ

একসঙ্গে দার্জিলিংয়ে ১২ জন সেনা কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মণিপুর থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে দার্জিলিংয়ের দীপক প্রধান, উমেশ লিম্বু ও এন কে ছেদুপ লামার কফিনবন্দি দেহ নামে বাগডোগরা বিমানবন্দরে। এখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেহ নিয়ে যাওয়া হয় বাগডোগরা ব্যাংডুবির সেনা ছাউনিতে। সেনাবাহিনীর আধিকারিকরা গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান।

Latest article