বাংলাভাগের বিরুদ্ধে গর্জে উঠল বাংলা পক্ষ

এই স্লোগান নিয়েই বিজেপির বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে পথে নামল বাংলা পক্ষ। শিলিগুড়ির জলপাই মোড় থেকে পানিটাঙ্কি মোড় পর্যন্ত হল মিছিল

Must read

প্রতিবেদন : ‘ভাগাভাগি নয়, উন্নয়ন চাই।’ এই স্লোগান নিয়েই বিজেপির বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে পথে নামল বাংলা পক্ষ। শিলিগুড়ির জলপাই মোড় থেকে পানিটাঙ্কি মোড় পর্যন্ত হল মিছিল। বাংলা পক্ষ-র সদস্যরা ছাড়াও এই প্রতিবাদ মিছিলে পা মেলালেন অগুনতি সাধারণ মানুষও। মিছিলের নেতৃত্ব দেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-৫ কোটি কর আদায় করল পুরসভা

ছিলেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, অমিত সেন, ড. অরিন্দম বিশ্বাস, মনোজিৎ বন্দোপাধ্যায়, কালাচাঁদ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষ শিলিগুড়ি জেলা সম্পাদক গিরিধারী রায়, বাংলা পক্ষ জলপাইগুড়ি জেলা সম্পাদক অভিষেক মিত্র মজুমদার, বাংলা পক্ষর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক শুভঙ্কর ঘোষ, বাংলা পক্ষর কোচবিহার নেতৃত্ব প্রশান্ত নাথ ও হাশিফুল হোসেন প্রমুখ। মিছিলে পা মেলাতে মেলাতেই কেন্দ্রীয় সরকারের অনুন্নয়নের বিরুদ্ধে গর্জে উঠল বাংলা পক্ষ। বিভেদের রাজনীতি না করে জলপাইগুড়ি অথবা রায়গঞ্জে বাংলার দ্বিতীয় এইমস, মালদহ পর্যন্ত লোকাল ট্রেন চালু করা এবং অনুপ্রবেশ রুখতে নেপাল সীমান্ত সিল করার দাবি জানালেন তাঁরা।

Latest article