৫ কোটি কর আদায় করল পুরসভা

কিন্তু তৃণমূল কংগ্রেস ইংরেজবাজারে পুরবোর্ড গঠনের তিন মাসের মধ্যেই প্রায় ৫ কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে।

Must read

সংবাদদাতা, মালদহ : বোর্ড গঠন করার তিন মাসের মধ্যেই ৫ কোটি টাকার কর আদায় করল তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভা। বাড়ির নকশা, মিউটেশন-সহ একাধিক খাত থেকে কর আদায় করা হয়। যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। পুরভোটের আগে পুরসভার বার্ষিক আয় তলানিতে এসে ঠেকেছিল।

আরও পড়ুন-স্মৃতি-শেফালিতে লঙ্কাজয়

কিন্তু তৃণমূল কংগ্রেস ইংরেজবাজারে পুরবোর্ড গঠনের তিন মাসের মধ্যেই প্রায় ৫ কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে। ট্রেড লাইসেন্স, মিউটেশন, বিল্ডিং প্ল্যান, সম্পত্তি কর-সহ একাধিক কর আদায়ে জোর দেন নবনিযুক্ত চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। আর তাতেই সাফল্য আসে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত পুর কর আদায় হয়েছে ৫ কোটি টাকা। এ বিষয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান, ‘‘পুরসভার দায়িত্ব নেওয়ার পরই পুরসভার তহবিলকে মজবুত করতে কর আদায়ে জোর দেওয়া হয়। যার ফলেই মিলেছে সাফল্য।’’

Latest article