স্মৃতি-শেফালিতে লঙ্কাজয়

এই সিরিজে স্মৃতি ও শেফালির ব্যাট থেকে বড় রানের ইনিংস আসেনি। তাই দুই ওপেনারের ব্যাট থেকে বড় রানের আশায় ছিল ভারতীয় শিবির।

Must read

পাল্লেকেলে, ৪ জুলাই : মোক্ষম সময়ে রানে ফিরলেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। দুই ওপেনারের দাপটে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতল ভারত। একই সঙ্গে টি-২০-র পর এবার একদিনের সিরিজও পকেটে পুরে ফেললেন হরমনপ্রীত কউররা। সোমবার প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ১৭৩ রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। পাল্টা ব্যাট করতে নেমে, মাত্র ২৫.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা দল।

আরও পড়ুন-সুস্থ রোহিত এজবাস্টনের নেটে

এই সিরিজে স্মৃতি ও শেফালির ব্যাট থেকে বড় রানের ইনিংস আসেনি। তাই দুই ওপেনারের ব্যাট থেকে বড় রানের আশায় ছিল ভারতীয় শিবির। হতাশ করেননি স্মৃতি-শেফালি জুটি। ৮৩ বলে ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে অপরাজিত ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দিলেন বাঁহাতি স্মৃতি। ৭১ বলে ৪টি চার ও ১টি ছয় মেরে ৭১ রানে নট আউট থাকেন শেফালি। প্রসঙ্গত, মেয়েদের ক্রিকেটে তৃতীয় ওপেনিং জুটি হিসেবে তিন ফরম্যাটেই একশো বা তার বেশি রানের পার্টনারশিপ গড়ার নজির গড়লেন স্মৃতি ও শেফালি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হাত ধরে গড়ে উঠছে নতুন সুন্দরবন

এর আগে ভারতীয় বোলারদের চমৎকার বোলিংয়ের সামনে মাত্র ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। আমা কাঞ্চনা অপরাজিত ৪৭ রান না করলে, শ্রীলঙ্কার রান দেড়শোও পার করত না। ভারতের মিডিয়াম পেসার রেণুকা সিং ২৮ রানে ৪ উইকেট দখল করেন। তিনিই ম্যাচের সেরা।

Latest article