সংবাদদাতা, হাওড়া : হাওড়ায় দ্রুত চলছে খেল সিটি তৈরির কাজ। প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ। এবার শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। প্রথম পর্যায়ে ডুমুরজলায় প্রস্তাবিত খেল সিটির জায়গাটি ফেন্সিং দিয়ে ঘেরার কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ে এই খেল সিটিতে তৈরি হবে প্লে গ্রাউন্ড, ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ, হকি মাঠ, ওপেন এয়ার জিম, বয়স্কদের আড্ডার জায়গা ও চিলড্রেন পার্ক। থাকবে পার্কিং প্লেস।
আরও পড়ুন-বন্দিদের মানসিক স্বাস্থ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট
কোথায় কীভাবে পুরো বিষয়টি তৈরি তা সরেজমিনে ঘুরে দেখলেন ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, হাওড়া কর্পোরেশনের মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য সহ ক্রীড়া দফতরের পদস্থ আধিকারিকরা। কতটা কাজ এগিয়েছে তা ঘুরে দেখার পর সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে একটি বৈঠকও করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে কীভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে আলোচনা হয়। প্রথম পর্যায়ের কাজ করছে হিডকো। দ্বিতীয় পর্যায়ের কাজে এর সঙ্গে আরও কোনও দফতর যুক্ত হবে কি না তা নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন-সুকান্ত এখন গাঁয়ে মানে না আপনি মোড়ল
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় প্রশাসনিক বৈঠক করতে ডুমুরজলা ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মানের স্পোটর্স সিটি তৈরির কথা ঘোষণা করেন। তারপরই দ্রুত গতিতে কাজে নামে হিডকো। পুরো এলাকাটি ঘুরে দেখার পর ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। দ্রুত এই স্পোর্টস সিটি চালু হয়ে যাবে।’’