কৃষিপণ্যের বাজার তৈরি করতে বৈঠক

নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কৃষিজ পণ্য ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্প-সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

Must read

 রাজ্যে উৎপাদিত কৃষিপণ্যের বাজার আরও প্রসারিত করতে রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। এই উদ্দেশ্যে কৃষিজ পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার পরামর্শে একটি রোডম্যাপ তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কৃষি বিপণন দফতর সূত্রে জানা গিয়েছে। চলতি সপ্তাহের শনিবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কৃষিজ পণ্য ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্প-সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

আরও পড়ুন-খেল সিটির তদারকিতে ক্রীড়ামন্ত্রী

কৃষিজাত পণ্যের আরও ভাল বাজার তৈরি করতেই এই বৈঠকের আয়োজন। কৃষি, কৃষি বিপণন, খাদ্য প্রক্রিয়াকরণ, পঞ্চায়েত, ক্ষুদ্র সেচ, ভারী শিল্প, ভূমি ও ভূমি সংস্কার, ক্ষুদ্র শিল্প সহ সমস্ত দফতরের সচিব ও শীর্ষকর্তাদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, নাবার্ড এবং বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। চাষিদের নিয়ে ক্লাস্টার এবং ফার্মার্স প্রোডিউসার্স অর্গানাইজেশন গড়ে কীভাবে কৃষিজাত দ্রব্যের জন্য আরও বড় বাজার নিশ্চিত করা যায়, বৈঠকে তা নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Latest article