ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জেসমিন ডেভিডকে চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর জীবনের আয়ু আর মাত্র কয়েক মাস। কারণ তাঁর স্তন ক্যানসার অতি দ্রুত ক্রমunbelievableশ ছড়িয়ে পড়ছে গোটা শরীরে। বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন জেসমিন। কিন্তু সোমবার ম্যানচেস্টারের ফলোফিল্ডের বাসিন্দা জেসমিন নিজের জীবনের দ্বিতীয় পর্যায় শুরু করলেন।
আরও পড়ুন-নকভির মন্তব্য
কারণ চিকিৎসকরা জানিয়েছেন তাঁর দেহে স্তন ক্যানসারের আর কোনও অস্তিত্বই নেই। ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবার পরীক্ষামূলক চিকিৎসাতেই এই অভাবনীয় সাফল্য মিলেছে। এই ঘটনা আগামীদিনে স্তন ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের চিকিৎসকরা শেষ দু’বছর ধরে জেসমিনের উপর একটি নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ করেন। আর সেই পরীক্ষামূলক চিকিৎসাতেই নতুন জীবন।