বাংলার গাড়ি সিকিমে

সিকিম ও বাংলার মধ্যে কমার্শিয়াল গাড়ি চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জট কাটল।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : সিকিম ও বাংলার মধ্যে কমার্শিয়াল গাড়ি চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জট কাটল। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মঙ্গলবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্যে মউ স্বাক্ষরিত হয়। রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও সিকিমের পরিবহণমন্ত্রী সঞ্জিত খারেলের উপস্থিতিতেই মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সুকনা সংলগ্ন একটি বেসরকারি হোটেলে প্রথমে দুই রাজ্যের পরিবহণমন্ত্রী ও আধিকারিকদের মধ্যে বৈঠক হয়।

আরও পড়ুন-অভাবনীয় সাফল্য

এদিন মউ স্বাক্ষরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘দুই রাজ্যের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হল। এবার প্রতিদিন প্রায় তিন হাজার গাড়ি সিকিম যেতে পারবে। এছাড়াও অনুমোদনপ্রাপ্ত গাড়িগুলি পর্যটকদের সিকিমের নির্দিষ্ট গন্তব্যেও পৌঁছে দিতে পারবে।’’ ২০০৭ সালে বাম আমলে দুই রাজ্যের পরিবহণ চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তৃণমূল সরকার আসার পরে ফের একটি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু ২০১৮ মেয়াদ শেষ হয়। এবার গাড়ি যাতায়াতের বাধা রইল না।

Latest article