হাই জাম্পে রুপো জয় নিষাদ কুমারের

Must read

টোকিও: ভাবিনাবেন প্যাটেলের পর এবার নিষাদ কুমার। রবিবার টোকিও প্যারা অলিম্পিকের আসর থেকে আরও একটি রুপোর পদক ঝুলিতে পুরল ভারত। এদিন সকালে মেয়েদের টেবল টেনিসের ক্লাস ফোর বিভাগে রুপো জিতেছিলেন গুজরাতের ভাবিনা। পড়ন্ত বিকেলেই ফের ভেসে এল সুখবর। এবার ছেলেদের হাই জাম্পের টি-৪৭ বিভাগে রুপো জিতলেন নিষাদ।

আরও পড়ুন-আফগানিস্তান নিয়ে প্যাঁচে মোদি সরকার

হিমাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চল উনার এই অ্যাথলিট ২.০৬ মিটার লাফিয়ে নয়া এশিয়ান রেকর্ড গড়ার পাশাপাশি রুপো জিতে নেন। প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে দুবাইয়ে আয়োজিত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরেও দু’মিটার উচ্চতায় লাফিয়েছিলেন নিষাদ। ফলে প্যারা অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছিলেন। এবার টোকিওতেও নিজের ছন্দ ধরে রেখে দেশকে গর্বিত করলেন এই ভারতীয় প্যারা অ্যাথলিট।

Latest article