তৃণমূলে সক্রিয় হলেন শিখা মিত্র, ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিক যোগদান

Must read

আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলে ফিরলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক শিখা মিত্র। আজ, রবিবার সাংসদ মালা রায় এবং চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি। শিখা মিত্রর সঙ্গে এদিন তৃণমূলে যোগ দিলেন এআইসিসি র দুই সদস্য শুভ্রা ঘোষ এবং অমিত ঘোষ।

আরও পড়ুন- ঐতিহাসিক রুপো জয় ভাবিনাবেনের

শিখা মিত্রের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে মালা রায় বলেন, “শিখা মিত্রকে বঙ্গ জননীতে পদ দেওয়া হবে।” আর নিজের পুরোনো ঘর তৃণমূলে ফিরে শিখা মিত্র বলেন, “আমি কোনও দিন তৃণমূল ছাড়িনি। কিছু বিষয়ে দলের সঙ্গে মতের অমিল হয়েছিল। দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু তৃণমূল ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে নিইনি। আমি তৃণমূলেই ছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় আমায় শ্রদ্ধা করে। আমায় ভালোবাসে। মমতা নিজে ফোন করে খোঁজ নিয়েছে। তৃণমূলে ফের সক্রিয় হই, সেটা ওর ইচ্ছা ছিল।”

দীর্ঘ ৬ বছর পর ফের ঘাসফুল শিবিরে শিখা মিত্র। এদিন আনুষ্ঠানিক যোগদানে প্রচুর অনুগামী এসেছিলেন শিখাদেবীর সঙ্গে। সম্প্রতি সোমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে ফোনও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর বাড়ি গিয়ে কথা বলেছিলেন মালা রায়। এদিন শিখা মিত্র আরও বলেন, “এ রাজ্য শুধু নয়, এ দেশে মমতার বিকল্প নেই। মমতা নন্দীগ্রামে হেরে যাবে এটা বিশ্বাসযোগ্য নয়।”

আরও পড়ুন- আফগানিস্তান নিয়ে প্যাঁচে মোদি সরকার

এদিকে শিখা মিত্র তৃণণূলে ফিরলেও, এখনও কংগ্রেসেই রয়েছেন তাঁর পুত্র রোহন মিত্র। তিনি কবে তৃণমূলে যোগ দেবেন? উত্তরের শিখা মিত্র বলেন, “এটা একান্ত ব্যক্তিগত বিষয়। আমাদের পরিবারে কে কোন রাজনীতি করবে এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সুতরাং, এ বিষয়ে আমার কিছু বলার নেই। রোহনের রাজনৈতিক সিদ্ধান্ত সে নিজেই নেবে “

Latest article