দুবাই : টেস্ট ব্যাটারদের ক্রমতালিকার প্রথম দশের বাইরে ছিটকে গেলেন বিরাট কোহলি (Cricketer Virat Kohli)। যা গত ২৫০৩ দিনে প্রথম! চার ধাপ পিছিয়ে বিরাট (Cricketer Virat Kohli) নেমে গিয়েছেন ১৩ নম্বরে। দীর্ঘদিন হয়ে গেল ব্যাটে রান নেই। তার উপরে এজবাস্টনে জনি বেয়ারস্টোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে ব্রিটিশ মিডিয়ার কটাক্ষের মুখে পড়েছেন। এদিকে, এজবাস্টনে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির পুরস্কার পেলেন ঋষভ পন্থ। পাঁচ ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এলেন তিনি। প্রথম দশে থাকা অপর ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। তিনি এক ধাপ নেমে নবম স্থানে রয়েছেন। শেষ তিন টেস্টে চারটি সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ১১ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এলেন। তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন জো রুট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ এবং বাবর আজম। ষষ্ঠ স্থানে কেন উইলিয়ামসন। সপ্তম ও অষ্টম স্থানে উসমান খোয়াজা এবং দিমুথ করুণারত্নে।
আরও পড়ুন: অমরনাথ যাত্রীদের ভিড়ের উপর আচমকাই নামল হেলিকপ্টার, আতঙ্কে পুণ্যার্থীরা