কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত ৫ লক্ষ চাষি , বৃষ্টিতে ফসল নষ্ট হলে শস্যবিমায় ক্ষতিপূরণ

Must read

সংবাদদাতা, বীরভূম : বাইশ-তেইশ খরিফ মরশুমে বর্ষায় ধান চাষের আগে ৪ লক্ষ ৫৯ হাজার ৯৮২ জন চাষিকে কৃষকবন্ধু নিশ্চিত আয় প্রকল্পে (Krishak Bondhu) সুবিধা দেওয়া হবে। জেলার উপ কৃষি অধিকর্তা একেএম মিনাজুর আহসান বলেন, এই প্রকল্পের আওতায় থাকা চাষিদের জন্য বিভিন্ন ব্যাঙ্ক মারফত চেক ছাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। গত বছরের থেকে এবার প্রাপক কৃষকদের সংখ্যা বহু গুণ বেড়েছে। কারণ দুয়ারে সরকারে নিবন্ধন চলছে। সেখানে অনেকে তাঁদের পরচা পেয়ে গিয়েছেন। অনেকে জমি কিনেছেন। তাঁদের নাম সংযোজনও হচ্ছে। ব্যাঙ্ক তার লিমিট অনুযায়ী রোজই চেক ছাড়ছে। এ পর্যন্ত জেলায় ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৪ জনকে চেক দেওয়া হয়েছে। এই সপ্তাহে বাকি উপভোক্তারাও টাকা পেয়ে যেতে পারেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কৃষকবন্ধু (Krishak Bondhu) প্রকল্পের উপভোক্তারা দুটি কিস্তিতে বছরে সর্বনিম্ন ৪ হাজার ও সর্বোচ্চ ১০ হাজার টাকা পান খরিফ ও রবি চাষের সময় রাজ্যের তরফে। এরপর শুরু হতে চলেছে বাংলা শস্যবিমা যোজনার কাজ। ইতিমধ্যে নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। বুধবার বসছে জেলা স্তরের কমিটির বৈঠক। খরিফ শস্যের জন্য বিমাকরণ শুরু হবে। ফলে শিলাবৃষ্টি, অল্প বৃষ্টি বা পোকার কারণে ঠিকমতো ফসল না হলে বা নষ্ট হলে তার জন্য ক্ষতিপূরণ পাবেন কৃষকরা।

আরও পড়ুন: যোগী রাজ্যে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আট বছরের সন্তান-সহ আত্মঘাতী দম্পতি

Latest article